ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: মোস্তফা খান সফরী

News News

Admin

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর -৩ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপি সবসময় দেশ এবং দেশের জনগণের পক্ষের রাজনীতি করেছে। তাই মানুষ বিএনপি প্রতি অতিতেও আস্থা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুভয়কে উপেক্ষা করে এদেশের গণমানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করেছেন। তিনি চাইলে দেশের মানুষ এবং নেতা কর্মীদের ফেলে বিদেশ চলে যেতে পারতেন। কিন্তু তা না করে তিনি সারাজীবন জনগণের পাশে ছিলেন, জনতার মাঝে ছিলেন। তিনি দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য ছয় বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তাই দেশের জনগণ বেগম খালেদা জিয়ার এই ত্যাগকে মূল্যায়ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন। চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তফা খান সফরী আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি উন্নত-সমৃদ্ধি এবং মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়নে আজকে আমরা চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। সাধারণ মানুষের মাঝে বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমরা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেছি। আমরা সাধারণ মানুষকে বলছি, তারা যদি বেগম খালেদা জিয়া এবং তাদের প্রতি আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করে, তাহলে বিএনপি সরকার গঠন করে জনগণের পাশে থেকে জনকল্যাণে যা যা করণীয়- তাই করবে। মোস্তফা খান সফরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই বিএনপির কর্মী। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী হিসেবে কাজ করব। দীর্ঘ ১৭ বছর আমরা জনগণের জন্য রাজপথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। স্বৈরাচার আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন এবং মামলা হামলার শিকার হয়েছি। এবার নিজের দলকে বিজয়ী করতে আর কয়েকটা মাস আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দলের একজন কর্মী হিসেবে তাতেই আমাদের সার্থকতা। তাই ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এইদিন তিনি কয়েক শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে রামপুর ইউনিয়নের ভাটেরগাঁও থেকে শুরু করে রামপুর বাজার এবং মহামা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সময় তিনি সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বশির পারভেজ, সোহেল বকাউল, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হাসানাত, বিএনপি নেতা হুমায়ুন প্রধানীয়, সোহেল মিয়া, মনির খান, মেহেদী হাসান, আবুল হাশেম মিজি, শামীম মজুমদার, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিব খান, সাবেক ছাত্রনেতা মাসুদ খান, যুবদল নেতা বাদল খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন কুসুম, বিএনপি নেতা জহির দাপাদার, যুবনেতা সোহাগ বকাউল, মোঃ পিন্টু খান, সুমন মোল্লা, সাবেক ছাত্রনেতা সুকুমার রায়, রাসেল আহমেদ জনি, শরিফ গাজী, শাহাদাত শেখ প্রমুখ।