টাঙ্গাইলে পেট্রোল পাম্পে তেলে’র ওজন কম ও দাম বেশি রাখায় জরিমানা

News News

Admin

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
 টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে ২ টি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।
অভিযানে ভূঞাপুর উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ দিকে ভূঞাপুর ইউএনও মাহবুব হাসান জানান, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন ভূঞাপুরের ৪ টি পাম্পে লিটারে ২০ থেকে ২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপে কম দিচ্ছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার ৪ টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।এর মধ্যে মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনে ওজনে কম ও নির্ধারিত দামের চেয়ে বেশি এবং যমুনা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে তাদের জরিমানা জরিমানা করে সতর্ক করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।