দুমকিতে আটক ব্যক্তিকে ছেড়ে দিতে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

News News

Admin

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে আটক ব্যক্তিকে ছেড়ে দিতে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকা থেকে মূছা জোমাদ্দার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে দুমকি থানায় নিয়ে যায় এসআই দেলোয়ার।

আটকের পর বিকেল ৫টার মধ্যে নগদ ২ লাখ টাকা দিলে মূছাকে ছেড়ে দেওয়া হবে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। অন্যথায় ডাকাতিসহ ৩-৪টি মামলায় কোর্টে চালান দেওয়া হবে বলে মূছার স্ত্রী শিল্পী বেগমকে হুমকি দেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী বেগম।

তিনি অভিযোগ করে বলেন, আমার স্বামী জামিনে থাকা সত্ত্বেও কোনো নতুন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। পরে টাকা দাবি করে ভয়ভীতি দেখানো হয়। আমি কারণ জানতে চাইলে এসআই দেলোয়ার আমাকে গালমন্দ করে একাধিক মামলার ভয় দেখান।

তবে অভিযোগ অস্বীকার করে এসআই দেলোয়ার বলেন, মহিলাটি অত্যন্ত খারাপ প্রকৃতির। আটক ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট না থাকে, তবে তাকে ছেড়ে দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
#