ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
ঝিনাইদহ  প্রতিনিধি
আত্মহত্যা জীবনের সবচেয়ে বড় কাপুরুষের পরিচয়, নিজেকে ভালোবাসুন ভালো থাকুন জীবন অনেক সুন্দর। আত্মহত্যা প্রতিরোধ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে  ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ সাইফুর রহমান একথা বলেন।
২৭ অক্টোরব, সোমবার সকাল ১১ টায় ঝিনাইদহ জেলার সদর উপজেলার ৮নং পাগলাকানাই ইউনিয়নের ঝিনুক মালা আবাসনে সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল কাদের, ঝিনাইদহ সদর উপজেলার মহিলা বিষয় কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, জেলা সমাজ সেবা (রেজিঃ) কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সদর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল হক, আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, সেভ ঝিনাইদহের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনুক মালা আবাসন-১ এর সভাপতি মোঃ আব্দুল আজিজ, ঝিনুক মালা আবাসন-২ এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম, মোঃ মোমিনুল ইসলাম, প্রমুখ। অনুস্ঠান সঞ্চালনা  করেন তাহামিনা  টুলি, সার্বিক সহযোগীতা করেন মাফিদুন নেছা সীলা প্রশাসনিক কর্মকর্তা সিও। বক্তারা আত্মহত্যা ও বাল্য বিয়েকে না বলে সবাই কে উদ্বুদ্ধ করেন। ঝিনাইদহ জেলাকে আত্মহত্যার দুর্নাম  থেকে পরিত্রান পাবার জন্য সকলকে এগিয়ে আশার আহ্বান জানান। আয়োজক সিও  সংস্থাকে সহযোগিতা করেন আরডিসি, সেভ – ঝিনাইদহ, এসডাব সংস্থা। সেমিনারে আত্মহত্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে সকলে অঙ্গীকার করেন।