
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় প্রবাসীর বাড়িতে স্বর্ণ, নগদ অর্থ ও মোবাইলসহ মূল্যবান মালামাল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে চোরদের মুখ স্পষ্টভাবে ধরা পড়েছে। ইতোমধ্যে সন্দেহভাজন দুই যুবক রিমন হোসেন রকি খান, আরাফ উদ্দিন প্রকাশ নয়নকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বাবুরহাট এলাকার প্রবাসী আবুল কালাম প্রধানিয়ার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া সালমান খানের ঘরে। পরদিন বুধবার (২২ অক্টোবর) সকালে সালমান খানের স্ত্রী শাবনুর (২২) বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটক রিমন হোসেন রকি খান সিরাজুল ইসলাম ও আরাফ উদ্দিন প্রকাশ নয়ন কাশেম পাটওযারীর ছেলে। উভয়েই শাহমাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শাবনুর জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে আমি মেয়েকে মাদ্রাসায় দিতে গিয়ে মায়ের ঘরে বসে ছিলাম। আমার ছোট ভাই সুমন খাওয়ার জন্য চাবি নিয়ে ঘরে গিয়ে দেখে তালা ভাঙা। আমি ঘরে গিয়ে দেখি সবকিছু উধাও। তিনি জানান, চোরেরা দুই ভরি স্বর্ণের চেইন, এক ভরি ওজনের দুটি বালা, দুটি স্যামসাং মোবাইল (এস-২০ ও এ-১২ মডেল) ও ২২ হাজার টাকা নগদ অর্থ নিয়ে যায়। আমি আইনের আশ্রয় নিয়েছি, আশাকরি ন্যায়বিচার পাবো।
ভুক্তভোগীর স্বামী সালমান খান বলেন, আমি প্রান কোম্পানিতে চাকরি করি, ঘটনার সময় বাসায় ছিলাম না। সিসিটিভি ফুটেজে দেখি তিনজন চোর মিলে আমার ঘর থেকে একটি থলে নিয়ে বের হচ্ছে, যাতে আমার স্বর্ণালঙ্কার ছিল। ফুটেজ দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করে থানায় খবর দেই এবং স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে সোপর্দ করি। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ঘটনার পরপরই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। দুইজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশের টহল বৃদ্ধি ও এলাকাব্যাপী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।