
রাজশাহী প্রতিনিধি
শিরোইল রেলওয়ে মার্কেটে র্যাব-৫ এর অভিযান, অভিনব কায়দায় লুকানো ছিল ৬৪০ গ্রাম হেরোইন
প্রিন্টারের ভেতরে টোনারের অংশে অভিনব কায়দায় লুকানো ছিল কোটি টাকার মাদকদ্রব্য হেরোইন! রাজশাহী মহানগরীতে এমন চাঞ্চল্যকর ঘটনার পর দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ীর মো. আসারুল রনি (২১) ও সিরাজগঞ্জের মোছা. জাহানারা বেগম (৫০)-কে গ্রেফতার করে র্যাব।
অভিযানে ৬৪০ গ্রাম হেরোইন, একটি নষ্ট প্রিন্টার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাবের গোয়েন্দা অভিযান, র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— জাহানারা বেগম সিরাজগঞ্জ থেকে ট্রেনে রাজশাহী এসে নিয়মিতভাবে হেরোইন সংগ্রহ ও সরবরাহ করে আসছিল। শনিবারও সে একই উদ্দেশ্যে রাজশাহী আসে।
র্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে। পরে তল্লাশিতে আসারুল রনির কাছে থাকা নষ্ট প্রিন্টারের ভেতর থেকে টোনারে লুকানো অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্যর্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। তারা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের অবস্থান র্যাব-৫ জানায়,“মাদক, অস্ত্র, সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে আমাদের এই অভিযান চলবে।
|
|