দিনাজপুরের পার্বতীপুরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের  ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে ফিরেছে

News News

Admin

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
 পার্বতীপুর উপজেলা প্রতিনিধি
গতকাল (২৬ অক্টোবর ২০২৫, রবিবার) তথ্য সূএে জানা যায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কারিগরি সমস্যার কারনে  ৭ দিন বন্ধ থাকার পর পুনরায় কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের
প্রথম ইউনিট টি  আবারও উৎপাদনে ফিরেছে।
দুপুর  আনুমানিক  ২টার দিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন  দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক।
পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিট টি থেকে পুনরায় প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিট টি  চালু রাখতে  দৈনিক ৮শ’ থেকে ৯শ’ মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াটের এবং তৃতীয় ইউনিট টি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।
এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিটের মেরামত শেষে ইউনিট টির বেলা ১২টায় বয়লারে ফায়ারিং করা হয়। রবিবার দুপুর থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট টির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান। অল্প সময়ের মধ্যে অন্য ইউনিট গুলোও  বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।