টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের জানাজা সম্পূর্ণ

News News

Admin

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
হামিদুল হক মোহনের মৃত্যুর বিষয়টি তার ছেলে মিল্টন হক নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিল্টন হক বলেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিদিনের মতো সোমবারও গণসংযোগে বের হয়ে ছিলেন।
দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকেলে দেউলী ইউনিয়নে পথসভা করে বাড়ি ফির ছিলেন।
এমন সময় গাড়িতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে মোহন স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়ায় এলাকায় বসবাস করতেন।
তবে তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রমে।
৭১র মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গভীর শোক প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি শুধু একজন রাজনীতিক ছিলেন না।
তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা, আমাদের ভরসার জায়গা।
বিএনপির যে কোনো কর্মী যখন যে ভাবে তাকে ডাকেছে, তিনি বিনা দ্বিধায় পাশে দাঁড়িয়েছেন।
তিনি ছিলেন আমার অত্যন্ত আপনজন।
তার স্নেহ, পরামর্শ ও সাহস জুগিয়ে যাওয়ার শক্তি আমি কখনও ভুলব না।
তার মতো নিবেদিতপ্রাণ, নিঃস্বার্থ ও আদর্শবান মানুষের শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।
তিনি আরো বলেন, টাঙ্গাইলের মানুষ, বিএনপি পরিবার এবং আমরা সবাই আজ এক জন অভিভাবককে হারালাম।
পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার পরিবারকে এ শোক সইবার তৌফিক দিন।
পরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী স্কুল মাঠ প্রাঙ্গনে বাদ জোহর নামাজের পর তার জানাজার নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।