” জুবায়ের হত্যার প্রতিবাদে ব্রজলাল কলেজে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল ক্যাম্পাস “

News News

Admin

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
খুলনা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়ের হোসেন হত্যার প্রতিবাদে খুলনার সরকারি ব্রজলাল  কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বি.এল কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের  শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। শিক্ষার্থীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “জুবায়ের হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে”, “ন্যায়বিচার চাই”— এমন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলে। পরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে হয় প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম। বক্তারা বলেন, “আমাদের সহপাঠী জুবায়ের হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” নেতারা আরও বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।” তারা ঘোষণা দেন, জুবায়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল এই আন্দোলনের প্রতি সংহতি জানাবে।
বিক্ষোভ ও সমাবেশে  বি.এল কলেজ ছাত্রদল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সজল মৃধা ও আশরাফুল সাদিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইফতেখার আলম, মোঃ তরিকুল ইসলাম, রিফাত আরা শাম্মী, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, মোঃ রফিকুল ইসলাম মোল্লা, আশিকুর রহমান লাবন ও জাকাইয়া হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফারহান জামান মাহিন, দপ্তর সম্পাদক রিফাত আহমেদ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ।
সমাবেশ শেষে নিহত জুবায়ের হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা বলেন , “জুবায়ের আমাদের প্রেরণা ছিলেন। তার হত্যার বিচার না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি এক নজিরবিহীন অন্যায় হিসেবে থেকে যাবে।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জুবায়ের হোসেনকে সম্প্রতি দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার পর থেকেই ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
বিক্ষোভ শেষে বি.এল কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মুখে এখনো শোক ও প্রতিবাদের ছাপ স্পষ্টভাবে বিদ্যমান।