
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চলাকালে এই অভিযান পরিচালিত হয়।
সীমান্ত পিলার ৪৪/২-এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের হনুমন্তনগর এলাকায় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবির এক কর্মকর্তা জানান, জব্দকৃত মদগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ১০ টাকা। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।