হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি:
ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন হাট-বাজার, চৌরাস্তা, বাসস্ট্যান্ড এবং জনবহুল এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোমিওপ্যাথি ওষুধের দোকান। এসব দোকানের বেশিরভাগই কোনো প্রকার প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন বা সনদ ছাড়াই পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে-এইসব তথাকথিত হোমিওপ্যাথি বেশিরভাগ চিকিৎসকরা ওষুধের নামে রোগীদের বোতলে পানি বা অত্যন্ত নিম্নমানের দ্রবণ দিয়ে প্রতারণা করছেন।
স্থানীয়দের অভিযোগ, তিন-চার হাজার টাকা মূল্যের ‘কোর্স’ বা ‘বিশেষ ওষুধ’ বিক্রি করে রাতারাতি অনেকেই লাখ লাখ টাকার মালিক বনে গেছে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই এসব ওষুধ রোগীর কোনো উপকার তো করে না, বরং অনেক সময় রোগের অবনতি ঘটে।
রোগীদের বিভ্রান্ত করতে এসব ভুয়া চিকিৎসক বিভিন্ন রোগীদের অদ্ভুত নিয়মও চাপিয়ে দেন। যেমন-কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ, লবণ কম খেতে হবে, নির্দিষ্ট কিছু খাবার বন্ধ রাখতে হবে, এবং ওষুধের "জাদুকরী" প্রভাব বোঝাতে নানা গল্প শোনানো হয়।
এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রতারণামূলক চিকিৎসা থেকে মানুষকে রক্ষা করতে এবং বৈধতা যাচাইয়ের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকারের যৌথ নজরদারি বাড়ালে অনিয়ন্ত্রিত এই দোকানগুলো বন্ধ হবে এবং সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত