
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
কালাই উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিক সমাজের সাথে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেল ৪টাে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।
সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। উপজেলার উন্নয়ন অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম, সামাজিক সমস্যা, যুবসমাজ ও শিক্ষা পরিস্থিতি—এমন নানা বিষয়ে সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভার শুরুতে বক্তব্য দেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান। তিনি কালাই উপজেলার সামগ্রিক চিত্র, দীর্ঘদিনের সমস্যা এবং সম্ভাবনাময় খাতগুলো উপস্থাপন করে বলেন—
“গণমাধ্যম ও প্রশাসন একসাথে এগোলে একটি উপজেলার চেহারা বদলে যেতে পারে। আমরা আশা করি, নতুন ইউএনও মহোদয়ের নেতৃত্বে কালাই আরও গতিশীল ও সেবাধর্মী প্রশাসন পাবে।”
নবাগত ইউএনও শামীম আরা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন,
“আমি উন্নয়ন, জনভোগান্তি কমানো এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে চাই। মাঠপর্যায়ের প্রকৃত তথ্য সাংবাদিকরাই দেন। তাই আপনাদের সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী হলে উপজেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভায় সাংবাদিকরা ইউনিয়নস্তরের বিভিন্ন সমস্যা, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা নিরসনে কিছু কার্যকর প্রস্তাবও তুলে ধরেন।
আলোচনা পর্ব শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।