
বুধবার, ১০ ডিসেম্বর সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলা সেচ্ছাসেবী মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবীগণ—
এ্যাড. প্রদীপ কুমার দাস (লক্ষণ), এ্যাড. আব্দুস সামাদ, এ্যাড. আসাদুজ্জামান (আসাদ), এ্যাড. কাজী আঃ জলিল চাঁন, এ্যাড. সরদার আওয়াল হাসান, এ্যাড. বিশ্বনাথ সরকার স্বাধীন, এ্যাড. রাশেদা আক্তার জেসমিন
এ ছাড়া সেচ্ছাসেবী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
মোঃ লিয়াকত হোসেন, মোসাঃ তাহমিনা বেগম, মোসাঃ কানিজ ফাতেমা, মোঃ সেলিম ঠাকুরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোয়াজ্জেম শিকদার এবং সিনিয়র সাংবাদিক হায়দারসহ প্রমূখ ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মানবাধিকার কর্মীরা ডিসি অফিস চত্বর পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং শ্লোগান দেন—“জনগণের মানবাধিকার সমুন্নত রাখবো মোরা।”
তারা জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইনের সুশাসন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সবার জন্য মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা ২০২৪ সালে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকারের সর্বজনীন সুরক্ষা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও সেচ্ছাসেবী মানবাধিকার ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখা—এর উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।