চৌকস প্রতিবেদক
বরিশাল-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী আল ফারূক তার নির্বাচনী অঙ্গীকার প্রকাশ করেছেন। আধুনিক, মানবিক ও স্মার্ট বরিশাল গঠনের লক্ষ্যে ঘোষিত ৭ দফা প্রতিশ্রুতি স্থানীয় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে নতুন আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এই প্রার্থীকে।
প্রকাশিত অঙ্গীকারে তিনি সাশ্রয়ী চিকিৎসা সুবিধা, প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি, যানজট ও জলাবদ্ধতা নিরসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, স্মার্ট সিটি বাস্তবায়ন এবং জনসেবায় কার্যকর প্রশাসনিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এ বিষয়ে লায়ন উমার রাযী বলেন,
“আমি প্রচলিত রাজনীতির ধারায় রাজনীতি করতে আসিনি। বরিশাল আমার ঘর, আমার পরিবার। এই পরিবারের মানুষের জন্য দায়বদ্ধতাই আমাকে এগিয়ে আসতে উৎসাহিত করেছে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরিশালের প্রতিটি মানুষ আমার আপন, আর মানুষের সেবাই হবে আমার কাজের মূল ভিত্তি।”
তিনি আরও বলেন,
“আমার লক্ষ্য ক্ষমতা নয়- দায়িত্ব;
আমার স্বপ্ন উন্নত, মানবিক ও স্মার্ট বরিশাল।
আজ প্রয়োজন নতুন পথের সূচনা-
যেখানে রাজনীতি নয়, মানুষের সেবা হবে মূলনীতি;
যেখানে প্রতিশোধ নয়, প্রতিযোগিতা হবে উন্নয়নে;
যেখানে প্রতিশ্রুতি নয়, প্রমাণ হবে কাজে।”
তার এ ঘোষণা তরুণ সমাজ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। স্থানীয়রা মনে করছেন, উন্নয়ন ও সেবামুখী এই পরিকল্পনা বরিশাল-৫ আসনে নতুন দিগন্তের সূচনা করতে পারে।
নির্বাচনী মাঠে তার এই আত্মপ্রকাশকে ঘিরে বরিশালে এখন নির্বাচনী উত্তাপ বাড়ছে, পাশাপাশি বাড়ছে আশাও- বরিশাল পেতে পারে একটি আধুনিক, পরিকল্পিত ও মানবিক শহরের রূপরেখা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত