কালাইয়ে জমকালো আয়োজনে শুরু হলো ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট

News News

Admin

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
কালাই(জয়পুরহাট)প্রতিনিধি 
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে UNO কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১৫আক্টবর) বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলার নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও পুনুট ইউনিয়ন দল। রোমাঞ্চকর খেলায় প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে কালাই পৌরসভার খেলোয়াড় তানভীর একটি গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ফলাফল হয়— কালাই পৌরসভা: ১  পুনুট ইউনিয়ন: ০
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালাই পৌরসভার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক। উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।