প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা: ল্যাব সহকারী অনিকের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় এক সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা ও মানহানির অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। এসময় বক্তব্য দেন বাগাতিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এনসিপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান, এশিয়ান টিভির রিপোর্টার হাসান আলী সোহেল ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তর প্রতিনিধি রাশেদুল আলম রুপক,বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আবু বাসার,খোলা কাগজের প্রতিনিধি নিশাতুর রহমান, মানবকণ্ঠের সোহেল রানা তুহিন,মানবজমিনের জমশেদ আলীসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। বক্তারা বলেন, অনিক দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ভুয়া পরিচয়ে প্রতারণা ও মানহানির মাধ্যমে তিনি সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছেন। তারা দ্রুত অনিকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে।
এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর স্ত্রীর অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে অনিক কলেজে অনুপস্থিত থাকে। এরপর থেকে তাকে দেখা যায়নি। গভর্নিং বডির পরবর্তী সভায় তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে। গভর্নিং বডির সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ কে এম আফজাল হোসেন বলেন, অনিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি অনভিপ্রেত এবং কলেজের জন্য বিব্রতকর। পরবর্তী বৈঠকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত