প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
অনাধিকার প্রবেশ করে কৃষি জমিতে পানি দেওয়ার অভিযোগ
মানিকগঞ্জ
কৃষি জমিতে পানি দিয়ে কৃষি কাজে ব্যাহত করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন অন্য জমি দখল করে রাখার পর জমির মালিক সেই জমি ফেরত পেলে অনধিকার প্রবেশ করে রাতের আঁধারে পানি দিয়ে কৃষি কাজে অনুপযোগী করেছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার ব্যাসদী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ সেখ ইউনুস আলীর কৃষি জমি পেঁয়াজ বপন করার জন্য হাল-চাষ করেন। ১১ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১ ঘটিকায় স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে কাদা করে ফেলে। বুধবার সকালে ওই জমিতে কৃষক পেঁয়াজ বপন করতে গেলে, দেখেন জমিতে পানি দিয়ে ভরে রেখেছে। কৃষক পেঁয়াজ বীজ নিয়ে ঘুরে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। এলাকাবাসী প্রশাসনকে জানাতে বলেন। জমির মালিক সেখ ইউনুস আলী বাদী হয়ে হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র ১। মোঃ বাবুল (৪০), ২। মোঃ মহিদ (৫০), ৩। মোঃ রফিজ উদ্দিন। মহিদের সাথে মুঠোফোনে ফোন করলে তিনি জানান, আমি গাড়িতে আছি পরে কথা বলছি। হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী অভিযোগ করেছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত