প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে Nesco কর্মীর অবস্থা আশঙ্কাজনক
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের সময় দুর্ঘটনায় দুইজন Nesco (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী কোর্ট সংলগ্ন কাশিয়াডাঙ্গা (আদুবুড়ি) এলাকায় জোড়া খাম্বার উপরে ট্রান্সমিটারের লাইন মেরামতের কাজ চলাকালে হঠাৎ কার্যক্রমের ত্রুটির কারণে এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় অপর এক কর্মীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দু’জনেরই চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই মেরামতের কাজ পরিচালিত হচ্ছিল। তবে Nesco কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত