প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের গণসংযোগে মানুষের ঢল
মোঃ সুমন বেপারী
চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগকে কেন্দ্র করে শনিবার বিকেলে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিণত হয় জনসমুদ্রে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে তিনি ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টানা গণসংযোগে অংশ নেন তিনি। প্রথমে কল্যাণপুর ইউনিয়নের কাঠেরপুল থেকে শুরু হয়। পরে রঙ্গেরগাও, পাথালিয়া, কল্যাণ্দী, ডাসাদী ঢিলা রমোড় এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই একটু কষ্ট করুন। কষ্ট করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। সবাইকে ধৈর্যের সাথে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে। গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মাস্টারসহ কল্যাণপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুরো কল্যাণপুরজুড়ে এদিন ছিল স্লোগানের ঢল। ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস ও স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয় জনগণ জানান, তারা আন্দোলন ও নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন কল্যাণপুর ইউনিয়নে বিএনপির শক্ত ঘাঁটির ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত