জেলা প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এখনও বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে? প্রশ্ন রাখেন তিনি? শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি। নুর বলেন, আগামী দিনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়নি। তবে দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা। বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, কোনো রাজনৈতিক দলই দেশের চলমান সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে আগ্রহী নয়। অধিকাংশ দলই ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। তবে গণঅধিকার পরিষদ এই অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রসঙ্গে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত