প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
দুমকি উপজেলায়, এনটিআরসি’র নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এনটিআরসি'র মাধ্যমে সদ্য স্কুল ও কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে পরিচালিত হয়।সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকমোঃকামরুজ্জামান,সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম এবং এলএএম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ সমির কুমার দাস।সভায় বক্তব্য রাখেন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা-বশির উদ্দিন (মাধ্যমিক বিদ্যালয়), প্রতিভা গুল (মাধ্যমিক বিদ্যালয়), লতিফ মোহসেনা (পাবলিক মাধ্যমিক বিদ্যালয়), মোঃ কামরুল ইসলাম, এবং মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবের মাহমুদ। এসময় এনটিআরসি'র মাধ্যমে সদ্য দুমকিতে যোগদানকৃত ৪৫ জন শিক্ষকদেরকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত