কবিতা 

News News

Admin

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
 হার না মানার শক্তি 

আয়শা সিদ্দিকা লিপি


জীবন বারবার ধাক্কা দেবে,
ফেলে দেবে ধুলোর নিচে,
তবু তুমি থেমে যেও না—
কারণ প্রতিটি পতনের ভেতরই
লুকিয়ে থাকে নতুন ওঠার ইশারা।
কাঁদো, ক্লান্ত হও, ভেঙে পড়ো—
তবুও আবার জোড়া লাগাও নিজেকে।
কারণ হেরে যাওয়া মানেই শেষ নয়,
বরং নতুন করে শুরু করার শক্তি
আঁচলে বেঁধে নেয়া এক সাহসের নাম।
ঝড় যতই তীব্র হোক,
যে মানুষ হার মানে না,
তার ভেতরের আগুন নিভে না কখনো।
বিজয় তাদেরই হয়,
যারা প্রতিবার পড়ে গিয়ে
আবারও উঠে দাঁড়ায়—
অদম্য, অনমনীয়,
নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে নতুন করে।