এম.এম কামাল
চাঁদপুর জেলা বিএনপি সাধারন সম্পাদক এড. সলিমুল্লাহ সেলিম বলেছেন, ধানের শীষে যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের বাইরে আমাদের আর কোন নেতা নাই। মনোনয়ন প্রাপ্ত চাঁদপুর-১ এহছানুল হক মিলন, চাঁদপুর-২ ড.জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর-৫ ইঞ্জি. মমিনুল হক সকলকে চাঁদপুর জেলা বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ জানাই। চাঁদপুরের পাঁচটি আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে চাঁদপুরের ৫টি আসন ঘোষণা দিছেন সেদিন থেকে আমাদের ৫টি আসনে নেতা নির্ধারন হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে উপহার দিবো। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা বিএনপি সাধারন সম্পাদক এসব কথা কলেছেন।এসময় চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আপনারা জানেন ফ্যাসিবাদীরা এখনো এ দেশে আছে। নব্য ফ্যাসিসবাদ নিয়েছে। সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নব্য ফ্যাসিবাদ পুরাতন ফ্যাসিবাদীদের সহযোগিতা করছে। কোটের বারান্দা নব্য ফ্যাসিবাদরা পুরাতন ফ্যাসিবাদদের জামিন করায়। খুব সতর্কভাবে আপনাদেরকে চলতে হবে। কেউ যদি কোন উশৃঙ্খ কর্মকাণ্ড ও সন্ত্রাসী কর্মকান্ডা যান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কঠোরভাবে। তিনি তার বক্তব্যে বলেন, উচ্ছৃংখল চাঁদাবাজি ও জায়গা সম্পতি দখলের সাথে যারা জড়িত তাদের স্থান চাঁদপুর জেলা বিএনপিতে হবে না। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে। সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা। জনগণের কাছ থেকে ভোট প্রার্থনা করে ভোট আনতে হবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত প্রতীক্ষা সফল হবে। কারো ব্যক্তিগত স্বার্থ আপনারা হাসিল করার চেষ্টা করবেন না। চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।