প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
আগামী ২৭ ডিসেম্বর সাংবাদিক মিলন মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
দৈনিক চৌকস
জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে আসন্ন “সাংবাদিক মিলন মেলা-২০২৫” সফলভাবে আয়োজনের লক্ষ্যে উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৫ নভেম্বর, বুধবার সন্ধ্যায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান আজাদ। সভা সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো। উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতি নির্ধারক পরিষদের সদস্য মুহম্মদ মনজুর হোসেন, মেলা উদযাপন কমিটির সদস্য প্রিয়াঙ্কা ইসলাম, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, সাংগঠনিক সচিব আশরাফ খান কিরন, সংস্কৃতি ও ক্রীড়া সচিব আমির হোসেন, অর্থ সচিব মোঃ সানবির হোসেন, সদস্য মোঃ মেহেদী হাসান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি এইচ এম রকিসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর সাংবাদিক মিলন মেলা-২০২৫ সফলভাবে আয়োজনের জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানটিকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মেলার ভেন্যু নির্ধারণ, সাংস্কৃতিক আয়োজন, সাংবাদিক সম্মাননা প্রদানসহ সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া, মেলা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটি: আহবায়ক – মোঃ আনিচুর রহমান প্রধান, সদস্য সচিব – এইচ এম রকি। অর্থ উপকমিটি: আহবায়ক – মুহম্মদ মনজুর হোসেন, সদস্য সচিব – মোঃ সানবির হোসেন। আপ্যায়ন উপকমিটি: আহবায়ক – আলহাজ্ব মোঃ আমির হোসেন, সদস্য সচিব – মোঃ মেহেদী হাসান। দপ্তর উপকমিটি: আহবায়ক – মোঃ রাব্বী মোল্লা, সদস্য সচিব – মোঃ সাইফুল ইসলাম। সাংবাদিক সম্মাননা ও অতিথি আপ্যায়ন উপকমিটি, সাংস্কৃতিক ও বিনোদন উপকমিটি, স্মরণিকা প্রকাশ উপকমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করা এবং পেশাগত মর্যাদা অটুট রাখার ক্ষেত্রে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। সাংবাদিক মিলন মেলা হবে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত বন্ধন শক্তিশালী করার এক প্রাণবন্ত উৎসব। সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত