প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
দুমকি উপজেলায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের আয়োজনে রবি/২০২৫-৬০২৬ মৌসুমে হাইব্রিড সবজি, গম, সরিষা, সূর্যমুখী (উফসি ও হাইব্রিড), চিনা বাদাম, সয়াবিন, মুগ, খেসারী, ফেলন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।এসময় উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণি ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।উল্লেখ্য চলতি রবি মৌসুমে দুমকি উপজেলায় সরকারি প্রনোদনার আওতায় প্রতি পরিবার থেকে একজন করে মোট সাড়ে ৪হাজার কৃষক-কৃষাণির মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।।#
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত