প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
ঘাটাইলে অবৈধভাবে গাছ কেটে জমি দখলের চেষ্টা
ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের গান্ধী গ্রামে অবৈধভাবে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় দেওপাড়া ইউনিয়নের গান্ধী গ্রামের মৃত কারী হানিফের ছেলে মো. ইয়াছিন আলীর পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার পাঁয়তারা করে যাচ্ছেন একই গ্রামের বসু শেখের তিন ছেলে মো. শামছুল হক (৫৮) বাদশা(৫৫), মো.তারা (৫০) নামের ব্যক্তিরা। এ বিষয়ে গত ১৬ অক্টোবর সোমবার দুপুরে জমির মালিক মোঃ ইয়াছিন আলী বাদী হয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখিত বিবাদীরা ভুক্তভোগী মো. ইয়াছিন আলীর পৈতৃক সম্পত্তি যার সাবেক খতিয়ান নং ০৮,০৫,১৪ এবং সাবেক দাগ নং ৩৬ ও ৩৮ এর ২৬ শতাংশ জমি দখল চেষ্টা ছাড়াও জমিতে লাগানো ১০/১২ টি কালেক্টর প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিকরা, এ সময় উল্লেখিত অভিযোগে গাছ কাটার সত্যতা পাওয়া গেলেও দখলের বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। উল্টো সাংবাদিকদের প্রশ্নে ক্ষেপে যান বিবাদী মো. তারা মিয়ার দুই ছেলে ফুয়াদ (২০) ও মুরাদ (১৫) তারা বলেন কোন সাংবাদিকদের সাথে আমার বাবা চাচারা কোনও কথাই বলবে না, সাংবাদিকদের সাথে কিসের কথা আপনারা এখান থেকে চলে যান। এ বিষয়ে ধলাপাড়া ফাঁড়ির এ এস আই আবুল হোসেন জানান অভিযোগ হাতে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইয়াসিন মিয়ার অভিযোগের সাথে গাছ কাটার সত্যতা পেয়েছি। তবে এটি একটি দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত