প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের নাজিরপাড়ায় প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (গতকাল) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো-ইসমাইল হোসেন (১৭), রেজওয়ান খান তামিম (১৬), সোলাইমান আজমান (১৫), রেদোয়ান হোসেন (১৭) ও মিনহাজ খান তানিম (১৭)। তাদের সবাই চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের কেউ স্কুল–কলেজে পড়ে, আবার কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত নয়। তবে মতের অমিল কিংবা বিরোধ সৃষ্টি হলে দলবদ্ধ হয়। একপর্যায়ে নতুন গ্যাং তৈরি করে। পরে সময় সুযোগ বুঝে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির জানান, গোপন সূত্রে খবর পাই, কিশোর গ্যাংয়ের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপরই সেনাবাহিনীর সহযোগিতায় সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায় এবং তাদের আটক করে। এই ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন উর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কালের কণ্ঠ–কে বলেন, চাঁদপুরে শুধু কিশোর গ্যাং নয়, যেকোনো ধরনের অপরাধ নির্মূলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত