প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
রাজশাহী দৃষ্টান্ত তৈরি মোহনপুরে এলজিডি’র উন্নয়নমূলক কর্মকাণ্ডে বদলে যাচ্ছে অবকাঠামোর চিত্র
রাজশাহী প্রতিনিধি
গত মঙ্গলবার, ১৪ অক্টোবার ২০২৫ ইং তারিখে " মৌগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও নিম্নমানের কাজ" শিরোনামে প্রকাশিত সংবাদের পরপরই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠে নামে সংশ্লিষ্ট উপজেলা এলজিইডি অফিস। তদন্তে দেখা যায় রাতের আঁধারে ওভার লোডেড গাড়ির চালকের অসতর্কতায় স্কুলটির বাউন্ডারি ওয়াল গেটের একটি পাল্লার একাংশ খুলে যায়। ইতোমধ্যেই গেটটি যথাযথভাবে মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মোহনপুর কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিক কাজ ভালোভাবেই চলছে । উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবন নির্মাণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সুনামের সাথে বাস্তবায়ন করছে এলজিইডি। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প”, “উপজেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প” ও “স্কুল অবকাঠামো উন্নয়ন প্রকল্প”সহ একাধিক প্রকল্পের আওতায় প্রায় কয়েক কোটি টাকার কাজ চলমান রয়েছে। এর মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে এলজিইডির উদ্যোগে বেশ কয়েকটি স্কুলে নতুন ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।
উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত কাজের ওপর গুরুত্ব দিচ্ছি। প্রত্যন্ত এলাকার জনগণ যাতে সহজে চলাচল করতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এসব উন্নয়ন কাজের সুফল পাচ্ছেন। আমরা জনগণের থেকে ইতিবাচক সহযোগিতা কামনা করি। রায়ঘাটী ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক বলেন । আগে রাস্তা কাদা-পানিতে ভরা থাকত, এখন পাকা রাস্তা হওয়ায় কৃষিপণ্য বাজারে নেওয়া সহজ হয়েছে। উন্নয়নমূলক এসব কর্মকাণ্ডের ফলে মোহনপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত