প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
চাঁদপুর জেলা ইসলামিক ফ্রন্ট’র অভিষেক সম্পন্ন
সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী
ত্রয়োদশ নির্বাচনে প্রতিটি আসনে শীঘ্রই বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ঘোষণা হবে। ইসলামের প্রকৃত আক্বীদা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের রাজনৈতিক দর্শন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ অক্টোবর শনিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী। তিনি বক্তৃতায় বলেন, সুন্নী আক্বীদার তিন দলকে ঐক্য করাই ছিলো আমার জন্য চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জে সফল হয়েছি। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন যেদিনই হোক রাজনৈতিক সুন্নী দলগুলোকে একত্র করেই এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের সুদিন আসছে। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি আসনে শীঘ্রই বৃহত্তর সুন্নী জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হবে। তৃণমূলের নেতা-কর্মীদের আশার আলো হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। জেলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর নির্দেশনা মোতাবেক হেকমতের সহিত দাওয়াতী কাজ করতে হবে। বাতিলরা যদি পারে তাহলে আমরা কেন হেকমত অবলম্বন করতে পারি না? জামায়াতকে ইসলাম বিরোধী রাজনৈতিক দল আখ্যা দিয়ে তিনি বলেন, ছাত্রলীগের ব্যানারে গুপ্ত রাজনীতি করে শিক্ষা খাতকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছিলো শিবির। সেই অপতৎপরতা একন আরও বেড়েছে। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে কমিটি করে নির্বাচনের প্রস্তুতি নিন। এমনকি কেন্দ্র কমিটি গঠনেরও প্রস্তুতি নেয়া জরুরী। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, নানুপুর দরবার শরীফের পীর শাহ্ আহম্মদ নানুপুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহসভাপতি মুহাদ্দিস মাওলানা মোঃ মাসউদ হোসাইন চাঁদপুরী আল আবেদী, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা মোঃ আবুল হাশেম শাহ্ মিয়াজী আল আবেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজী, মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী, দপ্তর সম্পাদক মোঃ শেখ ফরিদ মজুমদার প্রমুখ। এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে অভিষিক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত