
ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধলাপাড়া হারুন মার্কেট সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান খান আজাদ। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু , পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলালুর রহমান হেলাল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।