ঘাটাইলে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
 ঘাটাইল 
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে  ধলাপাড়া হারুন মার্কেট সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান খান আজাদ। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু , পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলালুর রহমান হেলাল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।