ভালুকায় শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
ভালুকা, ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে পৌঁছে দিতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভরাডোবা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু। উপজেলা ,শ্রমিক দলের সভাপতি/আলহাজ্ব সৌমিক হাসান  সোহাগ  সাধারণ সম্পাদকসহ শাহ মোহাম্মদ সুজন  উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
 “তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা হচ্ছে একটি মুক্ত, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো দেশকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার। তাই প্রতিটি শ্রমিক, কর্মী ও দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া।”