হাইমচর সদর উপজেলার সেক্রেটারী জসিম উদ্দিন বাহারের সন্তানের আকিকা অনুষ্ঠানে এডভোকেট শাহজাহান মিয়া

News News

Admin

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
 চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর হাইমচর উপজেলার সেক্রেটারী জসিম উদ্দিন বাহারের সন্তানের আকিকা অনুষ্ঠানে যোগ দেন, চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম,  চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হাইমচর উপজেলার জসিম উদ্দিন বাহারের নিজ বাসভবনে পারিবারিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আকিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এডভোকেট শাহজাহান মিয়া নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “আকিকা একটি সুন্নত ইবাদত। সন্তানের উত্তম চরিত্র ও ইসলামি আদর্শে বেড়ে ওঠার জন্য পরিবারকে ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী  চাঁদপুর পৌর আমীর এডভোকেট শাহজাহান খান হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।