প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
চাঁদপুরে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন
জেলা প্রতিনিধি চাঁদপুর
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী তালিকায় নাম না থাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান সমর্থিত নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিল করেন তারা। পরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এর আগে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে তারা এই কর্মসূচি মধ্যরাত পর্যন্ত পালন করেন। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ আসনের বিএনপির কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংক বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করেন। এরপর রাত ১১টার দিকে রাজপথে নেমে আসেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের অনুসারী নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। বিক্ষোভকারীরা বলেন, মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও এমএ হান্নান নেতাকর্মীদের পাশে থেকেছেন। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন। তারা আরও বলেন, লায়ন হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না দিলে আন্দোলন অব্যাহত রাখবে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিএনপির এক গ্রুপের লোকজন টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করেছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুরোপুরি পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ওই গ্রুপের নেতাকর্মীরা এখনো অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত