মানিকগঞ্জে ৩টি আসনে ২ ও ৩ ঘোষণা হলেও ১ নিয়ে নানা আলোচনা

News News

Admin

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
মানিকগঞ্জ 
ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনের ভেতর ২ ও ৩  ঘোষণা হলেও ১ নিয়ে জনমনে চলছে নানা আলোচনা। কে পাবে ১ আসনে মনোনয়ন। মানিকগঞ্জ- ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন ঘোষণা করা হয়, সাবেক শিল্পমন্ত্রী ও এমপি মরহুম শামসুল ইসলাম খান নয়া মিয়ার পুত্র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-৩ আসনে সাবেক মন্ত্রী ও এমপি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর জ্যেষ্ঠ কন্যা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতাকে। তাঁরা দুজনই মন্ত্রীর সন্তান। তবে, মানিকগঞ্জ এক আসন নিয়ে জনমনে রয়েছে নানা গুঞ্জন। কি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। মানিকগঞ্জ- ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ৪ জন।  এদের মধ্যে ১। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর ডক্টর আকবর হোসেন বাবলু ২। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির ৩। সাবেক জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক তোজা ৪। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাড: আমিনুল ইসলাম। এরা সবাই জনগণের তার প্রান্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া চাইছেন। এরই মধ্যে মানিকগঞ্জে ৩টি আসনের মধ্যে ২টি  আসনে ঘোষণা হলেও ১ এ এখন পর্যন্ত কাউকেই ঘোষণা করেননি। কে হচ্ছেন আগামী নির্বাচনে মানিকগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী। সবাই আশায় বুক বেঁধে অপেক্ষায় আছেন বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অপেক্ষায়। সব প্রার্থীরা এখনো মিটিং সমাবেশ করে যাচ্ছে।