প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে অপহরণকৃত মামলার প্রধান আসামি গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্প কর্তৃক মানিকগঞ্জ শিবালয় থানার অপহরণকৃত মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন ১৬ বছর বয়সের নাবালিকা মেয়ে ভিকটিম স্কুলে পড়াশুনা করা অবস্থায় ধৃত আসামী প্রায়ই স্কুলে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করত এবং বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন জানান, গত বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল অনুমান ১১ টায় ভিকটিম প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে মোঃ নুরুল ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই ধৃত আসামি সাইফুল অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম কে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মানিকগঞ্জ শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করে। যার মামলা নং- ০৪, (৬ অক্টোবর) ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার (৪ নভেম্বর) রাত্রী ২ টার সময় টাঙ্গাইল জেলার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ শিবালয় থানার অপহরণকৃত ভিকটিম রসনি আক্তার (১৬) কে উদ্ধারপূর্বক মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ সাইফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধারকৃত ভিকটিম কে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য মানিকগঞ্জ শিবালয় থানার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত