
মানিকগঞ্জ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জনপ্রিয় রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২ নভেম্বর রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। অভিযানে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগের সোমবার রাতে এই হোটেলে খেতে এসে হালিমে ঘাসফড়িং পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ও ব্যাপক আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে। অভিযান শেষে সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। রাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাবারের মান ও নিরাপত্তা নিয়ে ভোক্তাদের সচেতনতা যেমন বাড়ছে, তেমনি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত বা সংরক্ষণ যেমন আইনবিরোধী তেমনি জনস্বাস্থ্যের জন্যও হুমকি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।