
মোঃ মেহেদী হাসান সুমন
দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির বাইকে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা।
তথ্যসূত্রে জানাযায়,সোমবার মধ্যরাত ১০টা ৩০ মিনিটে হঠাৎ করে ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদের বাড়ির দরজায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে।বাড়ির দরজায় দোকান তখন খোলা ছিল বলে অনেকেই জানান।দোকানে থাকা লোকজন দৌড়ে এসে রাসেলকে ডেকে আনে এবং সবাই মিলে বাইকের আগুন নিভিয়ে দেয়।তার আগেই বাইক’টি পুড়ে ছাঁই হয়ে যায়।দোকানিরা বলেন,আমরা বহিরাগত কাউকে এখানে দেখিনি। রাসেল মাহমুদ সৈয়দপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও একজন ভদ্র-নম্র বলে সবাই জানান।স্থানীয় লোকজন জানান, রাসেল রাজনীতি করে কিন্তু অপরাজনীতি করে না।তার বিরুদ্ধে কোন অপকর্মের অভিযোগ নেই।এব্যাপারে রাসেল মাহমুদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন ছাত্রদল করি।গত সপ্তাহ আমাদের একটি কমিটি দিয়েছে,সেই কমিটিতে আমাকে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।আমার সাথে কারো কোন শত্রুতা নেই,কিন্ত কি কারণে আমার এই বাইকটিতে দূর্বৃত্ররা আগুন দিয়েছে তা জানি না।তিনি আরো বলেন,এই এলাকায় মাদক ব্যবসায়ী,মাদক সেবন,এবং কিছু অপকর্মের সাথে অনেকেই জড়িয়ে রয়েছেন,তবে তা প্রকাশ করতে পারছিনা।এলাকায় সবাই আতংকে রয়েছেন বলে জানান। ঘটনার কথা শুনে থানা বিএনপি’র নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে শান্ত্বনা দিয়ে থাকেন।রাসেল মাহমুদ বলেন,এই ঘটানাটি তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনা হোক।
এব্যাপারে রাসেল মাহমুদ বাদী হয়ে দৌলতখান থানায় অজ্ঞাতনামা দিয়ে একটি জিডি করেন।