চাঁদপুর সদরের তরপুরচন্ডী ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বিকেলে ইউনিয়নের ঐতিহ্যেবাহী আলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে ষোলঘর স্পোর্টিং ক্লাব ও একুশে ক্লবের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো.সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সদস্য অ্যাড. আলম খান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মিয়াজীসহ আরো অনেকে। উল্লেখ্য, তরপুরচন্ডী ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল আংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় একুশে ক্লাব চাঁদপুর ও একুশে ক্লাব জুনিয়র অংশ নেয়। একুশে ক্লাব চাঁদপুর এর খেলোয়াড়েরা হলো- আইয়ুব, ফিরোজ, জয়, ফাহিম, সায়েম, শহিদুল, মাহি, শাওন, রিফাত, সৌরভ, রানা ও হান্নান কাজী।একুশে ক্লাব জুনিয়র এর খেলোয়াড়েরা হলো- কাউছার, সাজ্জাদ, বিল্লাল, হাফিজ, হৃদয়, আহাদ, তোফায়েল, ইসমাইল, মূসা, নূরে-আলম, শামিম, মামুন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত