প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
মোহনপুরে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাট, অসাধু ব্যবসায়ী মনসুরের দাপট
এমকে এরশাদ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। আর ধ্বংস হচ্ছে মানুষের ফসলি কৃষি জমি। কিছু অসাধু ব্যাবসায়ী দীর্ঘদিন যাবৎ মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঁচআনি এলাকায় মোহনপুর-কলাকান্দা সড়কের পাশে অবৈধ ড্রেজারের দিয়ে মাটি কাটা অব্যাহত রয়েছে। আর ধ্বংস করছে ফসলী জমি। এ যেন দেখার কেউ নেই। এদিকে গতকাল ২ নভেম্বর রবিবার দুপুরে সড়জমিনে গিয়ে দেখা যায় অবৈধ ড্রেজারের দিয়ে মাটি প্রকাশ্য দিবালোকেই ফসলী জমি ভরাট করছে। জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোহনপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো অসাধু ব্যবসায়ী ও ড্রেজারের মালিক মোঃ মুনছুর। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে চলছে। প্রতি বছর বর্ষার মৌসুমে উল্লেখিত ব্যাক্তি মিনি ড্রেজার দিয়ে এভাবেই ফসলি জমি ভরাটের ব্যবসা করে আসছে মোহনপুর ইউনিয়নে। মুনছুর কাউকে তোয়াক্কা করে না তিনি সব ম্যানেজ করে এই ড্রেজার চালিয়ে যান বলে অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগে জানা যায়, ‘তার লম্বা হাত রয়েছে, তাই কাউকে পরোয়া করেন না তিনি। এলাকার অনেকে জানিয়েছে এভাবেই প্রকাশ্যে দিনের পর দিন তিনি এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাট করছে ধ্বং করে চলেছে মানুষের ফসলি জমি। সরকারি প্রশাসন এ বিষয় আরোও কঠিন হওয়া দরকার বলে মনে করেন এলাকাবাসী। এ সব অবৈধ মিনি ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করার জন্য এলাকাবাসী দাবি করেন। মতলব উত্তর মোহনপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ওচমান গনি বলেন, ‘অবৈধ ড্রেজিংয়ের বিচরনের ঘটনাটি শুনলাম। আমি ওখানে যাবো সরেজমিনে এবং আমার এসিল্যান্ড স্যারকে বিষয়টি যানাবো অবৈধ মিনি ড্রেজারের বিরুদ্ধে বেবস্থা নেওয়া হবে। আপনেরা জানেন আমি মতলব উপাদী উত্তর ইউনিয়নে ছিলাম। ৫ জন ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা দিয়েছি এসিল্যান্ড স্যারের নির্দেশে। আমাদের বর্তমান ভুমি সহকারী কমিশনার স্যার কাউকে ছাড় দেয় না, আমরা ব্যাবস্থা নিবো। তবে এলাকাবাসীর অভিযোগ এসব অবৈধ মিনি ড্রেজার যদি চলতে থাকে তাহলে হারিয়ে যাবে মানুষের ফসলি কৃষি জমি। এইসব অবৈধ ড্রেজার মালিকের বিরুদ্ধে আরোও কঠিনভাবে মামলা দিয়ে ব্যাবস্থা নেওয়া দরকার বলে মনে করেন এলাকাবাসী
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত