
টাঙ্গাইল ব্যুরো
ঢাকা-টাঙ্গইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) মধ্য রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৪) এবং উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬১)। পুলিশ জানায়, মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। এতে গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।