প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
মোহনপুরে কৃষকদের মুখে হাসি ফোটালো সরকারের বিনামূল্যে বীজ-সার বিতরণ
স্টাফ রিপোর্টার
রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উচ্চফলনশীল ধান, গম, সরিষা, চীনাবাদাম, শীতকালীন শাকসবজি, মসুর, খেসারি ও অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়। সর্বমোট ৭৯৭০ জন কৃষক এর সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে শক্তিশালী করতে ও কৃষকদের স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি চালু করেছে। এ বিতরণের মাধ্যমে কৃষকরা আগাম মৌসুমে উন্নত ফলন অর্জন করতে পারবেন, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে লাভবান করবে এবং দেশের কৃষি অর্থনীতিকে নতুন গতি দেবে।“সরকারের এ প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শক্তিশালী করবে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উৎপাদন খরচ কমিয়ে উচ্চ ফলন অর্জন করবেন। এতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে।”
কৃষি সম্প্রসারণ অফিসার আ. মতিন তাদের বক্তব্যে উল্লেখ করেন, "রবি ফসলের উৎপাদন বৃদ্ধি করে আমরা জাতীয় খাদ্য মজুত বাড়াতে সক্ষম হব।"
কার্যক্রমের বিস্তারিত হিসেবে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে ৭০০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি এমওপি (মুরিয়েট অফ পটাশ) প্রদান করা হবে। একইভাবে, ৬০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি বোরো উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; ১০০ জনের জন্য ১ কেজি শীতকালীন পেয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; ২০০ জনের মধ্যে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরিত হবে। এছাড়া, ৫০ জন কৃষককে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; ১০ জনকে ৫ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; এবং আরও ১০ জনকে ৫ কেজি অড়হর বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি দেওয়া হবে। এই বিতরণের মাধ্যমে মোট ৭৯৭০ জন কৃষক সুবিধাভুগ হবেন, যা উপজেলার কৃষি খাতে নতুন আশার সঞ্চার করেছে। অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা উল্লাস প্রকাশ করেন। একজন কৃষক মো. রহিম বলেন, "এই সহায়তা আমাদের মতো ছোট চাষীদের জন্য বরং। আগাম মৌসুমে ফলন ভালো হলে পরিবারের অবস্থা উন্নত হবে।" অন্য একজন কৃষক বলেন , "সরকারের এই উদ্যোগ আমাদের উৎসাহিত করেছে। আমরা এখন নতুন করে চাষাবাদ শুরু করব।" কর্মকর্তারা কৃষকদের আহ্বান জানান, এই উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে এবং পরিবেশবান্ধব চাষ পদ্ধতি গ্রহণ করতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম শামীম, যুব উন্নয়ন ও ক্রীড়া কর্মকর্তা সইদ আলী রেজা, মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ এবং বরেন্দ্র কর্মকর্তা গোলাম ফারুক। তারা সকলে এই কর্মসূচিকে উজ্জীবিত করে বলেন, এটি কৃষকদের জীবিকা নির্বাহের নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বিতরণের ফলে মোহনপুরের কৃষি জমিতে শীতকালীন ফসলের কারনে এলাকায় খাদ্য উৎপাদনের হার বাড়াবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ কৃষক সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত