
রাজশাহী ক্রাইম রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত ৩১ অক্টোবরের অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টিপাতে এলাকার বহু ঘরবাড়ি, রাস্তা-ঘাট, পুকুর, পুকুরপাড়, ধানক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে যায়। এতে শত শত পরিবার চরম দুর্ভোগে পড়ে এবং জীবন-জীবিকার ওপর নেমে আসে অস্থিরতা। এই পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন সাহেবের নির্দেশে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। শনিবার (২ নভেম্বর ২০২৫) দেওপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাগাইল গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু)-এর নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, চিড়া, গুড়, লবণ, মোমবাতি ও বিশুদ্ধ পানি সহ অন্যান্য শুকনা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দ জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।