প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
এক রাতের বৃষ্টিতে ভেসে গেলো রাব্বির স্বপ্ন — খামারের ১৪০০ মুরগির মৃত্যু, নিঃস্ব তরুণ উদ্যোক্তা
স্টাফ রিপোর্টার
টানা রাতভর বৃষ্টিতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ গ্রামের তরুণ উদ্যোক্তা রাব্বির জীবনের স্বপ্ন ভেসে গেছে পানির স্রোতে। ভারি বর্ষণে তার পোলট্রি খামার ডুবে যায়, মারা যায় প্রায় ১৪০০ মুরগি। এক রাতেই ধ্বংস হয়ে যায় তার সমস্ত পরিশ্রম ও স্বপ্ন। এখন তিনি দাঁড়িয়ে আছেন দিশেহারা এক বাস্তবতার সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ গ্রামের নিম্নাঞ্চলে রাব্বি কয়েক বছর ধরে একটি পোলট্রি খামার পরিচালনা করে আসছিলেন। এলাকার তরুণদের মধ্যে তিনি ছিলেন আত্মনির্ভরতার এক দৃষ্টান্ত। কিন্তু গতকাল রাতের প্রবল বর্ষণে হঠাৎ পানি ঢুকে খামারটি তলিয়ে যায়। সকালে দেখা যায়, খামারের সব মুরগিই পানিতে ডুবে মারা গেছে। রাব্বি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি এনজিও থেকে ঋণ নিয়ে এই খামারটি করেছিলাম। একটু ভালোভাবে জীবনযাপন করবো, এই আশায় খামার শুরু করেছিলাম। কিন্তু এক রাতের বৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেলো। এখন ঋণ শোধ করবো কীভাবে, কিছুই বুঝতে পারছি না।” তিনি আরও জানান,“এর আগে কখনও খামারে পানি ওঠেনি। কিন্তু এবার এমন বৃষ্টি হলো যে চোখের সামনে আমার সমস্ত পরিশ্রম ভেসে গেলো।” উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌস জানান, “বিষয়টি আমি অবগত আছি। ইতিমধ্যে আমাদের দপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইনশাআল্লাহ, ক্ষতিগ্রস্ত খামারিকে সরকারি নীতিমালা অনুযায়ী পর্যাপ্ত সহযোগিতার ব্যবস্থা করা হবে।” রাব্বির এই দুরবস্থায় গ্রামজুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগ ও সহমর্মিতার ছায়া। স্থানীয়রা বলেন, রাব্বি একজন পরিশ্রমী ও সৎ তরুণ উদ্যোক্তা। তার এই ক্ষতি একার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়। তারা সরকারের কাছে রাব্বির জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে এই তরুণ উদ্যোক্তা আবার ঘুরে দাঁড়িয়ে নিজের স্বপ্ন নতুন করে গড়ে তুলতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত