প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
রাজশাহীতে এক রাতের বৃষ্টিতে বিপর্যয়: তানোর-মোহনপুরসহ চার উপজেলার হাজারো মানুষ পানিবন্দী
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ
রাজশাহীতে এক রাতের টানা বৃষ্টিতে শহর ও আশপাশের গ্রামীণ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। বিশেষ করে তানোর, মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলার হাজারো মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। গত রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নিম্নাঞ্চলগুলোতে দ্রুত পানি জমে যায়। ফলে ঘরবাড়ি, রাস্তা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। অনেকে নিজেদের ঘরে আটকা পড়েছেন, আবার কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে। কৃষিজমি, ধানক্ষেত ও শাকসবজির ক্ষেতে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে পশুপাখিও মারা গেছে। তানোর উপজেলার হাপানিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, “সারাবছরের কষ্ট করে ধান লাগিয়েছিলাম। এক রাতের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। ঘরেও পানি ঢুকেছে, যাওয়ার জায়গা নেই।” রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব নেওয়া শুরু হয়েছে। প্রয়োজনে দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত