প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. একরামুল হক-এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রশাসনিক দুর্নীতি, নারী সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণসহ একাধিক অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীরা জানান, প্রধান শিক্ষক পদে থেকে তিনি বিধিবহির্ভূতভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ, অন্য প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া পরিচালক পদে দায়িত্ব পালন, আর্থিক লেনদেনে স্বজনপ্রীতি ও জালিয়াতি, এবং ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মে জড়িত আছেন। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ দফা জরুরি দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. একরামুল হককে অবিলম্বে অস্থায়ীভাবে পদ থেকে বহিষ্কার (সাসপেন্ড) করতে হবে। ১৫ দিনের মধ্যে সিএজি, মাউশি, দুদক, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। আত্মসাৎকৃত অর্থ ১৫ দিনের মধ্যে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।
অভিযোগ প্রমাণিত হলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার ও আইনি শাস্তি নিশ্চিত করতে হবে। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীরা জানান, অতীতের অভিযোগগুলোর কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে গণমাধ্যম ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত