প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
রাজশাহীতে মাননীয় আইজিপি মহোদয়ের সফর
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ
বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয় আজ রাজশাহী সফর করেন। সফরকালে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী মহোদয়সহ রাজশাহী রেঞ্জ ও আরএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ। সভায় মাননীয় আইজিপি মহোদয় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন। তাই প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ও দক্ষ জনবল গঠনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এখন জনসেবার এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। মাঠ পর্যায়ের সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মতবিনিময় সভা শেষে মাননীয় আইজিপি মহোদয় উপস্থিত কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ ও অভিজ্ঞতা শোনেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত