শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে শেরপুরে আওয়ামী লীগের মশাল মিছিল

News News

Admin

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
বিশেষ প্রতিনিধি শেরপুর 
‎জানা যায়, গতকাল শনিবার (১ নভেম্বর)  রাত ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।মিছিলটি ইউনিয়নের কেন্দুয়ার চর ও মাঝপাড়া গ্রামের মাঝামাঝি সড়কে করা হয়। ‎এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ট্রাইবুনালে শেখ হাসিনার বিচার বন্ধের দাবি করে এবং ইন্টেরিম সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।  দীর্ঘদিন পর শেরপুরের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন তৎপরতা দেখা গেলো। ‎মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখ ঢাকা ছিলো, তবে মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান।