
বিশেষ প্রতিনিধি শেরপুর
জানা যায়, গতকাল শনিবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।মিছিলটি ইউনিয়নের কেন্দুয়ার চর ও মাঝপাড়া গ্রামের মাঝামাঝি সড়কে করা হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ট্রাইবুনালে শেখ হাসিনার বিচার বন্ধের দাবি করে এবং ইন্টেরিম সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। দীর্ঘদিন পর শেরপুরের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন তৎপরতা দেখা গেলো। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখ ঢাকা ছিলো, তবে মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান।
|
|