জামালপুরে পুলিশ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
 জামালপুর প্রতিনিধি 
জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক (নিঃ)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার নানা দিক তুলে ধরেন। তাঁর সাথে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন—মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা;মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১;মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা;এবং এস.এম. আনোয়ার নাসিম, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১, বিশেষ শাখা (ডিএসবি);সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সহকর্মীদের মতে, আবু ফয়সল মোঃ আতিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে জামালপুর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।