জিলানী চিশতী কলেজের জিপিএ-৫প্রাপ্ত বাবাহীন সংগ্রামী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের উদ্যোগে কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০প্রাপ্ত বাবাহীন মেধাবী সংগ্রামী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ গতকাল ২নভেম্বর (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। প্রধান অতিথি’র বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আজকের অনুষ্ঠান থেকে প্রথমে মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার শাস্মী ও তার মাতাকে অভিনন্দন জানাচ্ছি। ১৯৭০সালে আমার দাদা (ট্রিপল এমএ গোল্ড মেডেলিস্ট) শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন৷ নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। অন্যান্য আর ১০জন জিপিএ ৫.০০ থেকে শাম্মীর জিপিএ-৫.০০ ভিন্ন। শত প্রতিকূলতা পেরিয়ে বাবা বিহীন সংসারে টিউশনি করে এ পর্যায় এসেছে। এ বছর কুমিল্লা বোর্ডে ফলাফল বিপর্যয়, এ+ কমেছে। প্রশাসনের দৃষ্টিতে এসেছে শাম্মীর সংগ্রামের গল্প। আমরা শাম্মীর পাশে আছি। মেধাবী শিক্ষার্থী শাম্মীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শিক্ষাক্ষেত্রে এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাই তাকে।চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মহোদয় ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জিপিত্র-৫ প্রাপ্ত মেধাবী সংগ্রামী ছাত্রী সুরাইয়া আক্তার শাম্মীর উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতায় পাশে থাকার কথা বলেছে।আর্থিক সহযোগিতার করা বলেছেন। এ জন্য কলেজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই চাঁদপুর জেলা প্রশাসনকে। তিনি বলেন, আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি। শিক্ষকরা আন্তরিক ছিলেন ৷ এ প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য গর্ব। হামানকর্দ্দী
পল্লীমঙ্গল স্কুল ও জিলানী চিশতী কলেজের জন্য গর্ব। এ প্রোগ্রাম থেকে তোমরা অনুপ্রেরণা নিবে। তোমাদের প্রত্যেককে শাম্মীর মত হতে হবে। আমরা শাম্মীর বিশ্ববিদ্যালয় ভর্তি হলে পড়াশুনার বিষয়ে খোঁজখবর নিবে। তোমরা যারা অধ্যয়নরত আছো, নিয়মিত পড়ালেখা করবে। শিক্ষকদের দিক-নির্দেশনা মেনে চলবে। মোবাইল আসক্ত থেকে দূরে থাকবে। এখানে শাম্মীর মাকেও কৃতিত্ব দিচ্ছি। সবচেয়ে বেশী অনুপ্রেরনা ছিলো তার মার। সে নিজে টিউশনি করে পড়াশুনা করছে, কারো কাছে হাত পাতে না। সকল শিক্ষক টিম ওয়ার্ক হিসেবে কাজ করবেন। ২৯নং উত্তর শাহতলী উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের বিদায়ী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব:) মো: গোলাম সারওয়ার কচি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন,
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, চাঁদপুর জেলা সমবায় সাংবাদিক সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিব, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, জিপিএ ৫.০০প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মী, দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী রুপা রানী দাস। এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, জ্যেষ্ঠ প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান মুকুল, কলেজের প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক সুমা রানী, প্রভাষক হাবিবা আক্তার রানী, প্রভাষক মনোয়ারা আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, লাইবৈরী শিক্ষক নাছরীন আক্তার, জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থী মা মিসেস রিক্তা বেগম, কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান,দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার মহসিন হোসাইনসহ অন্যান্যরা। শুরুতেই জিপিত্র-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীকে জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করেন প্রধান অতিথি কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷ উল্লেখ্য ২০২৫ সালে অত্র কলেজটিতে এইচএসসি পরীক্ষায় ১ জন জিপিত্র-৫সহ ৫১.৮৫ % শিক্ষার্থী পাশ করেছে। শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দ।
|
|