
মো:আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার
দৈনিক চৌকস
খুলনা:‘সত্য ও ন্যায়ের পক্ষে’ —স্লোগানকে সামনে রেখে খুলনায় যাত্রা শুরু করলো নতুন নিউজ পোর্টাল ‘সূর্যোদয় খুলনা’। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টায় মহানগরীর একটি অভিজাত হোটেলে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না আনুষ্ঠানিকভাবে কেক কেটে সূর্যোদয় খুলনার উদ্বোধন করেন। সূর্যোদয় খুলনার নির্বাহী সম্পাদক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যোদয় খুলনার প্রধান সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, বার্তা সম্পাদক জিয়াউল হক মিলন, সহকারী সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, চীফ সাব এডিটর মোঃ আব্দুল আজিজ জুয়েল, ব্যবস্থাপনা সহ সম্পাদক শেখ রাফিজুর রহমান তপু, ক্রীড়া সম্পাদক মোহাম্মাদ জিয়া উদ্দীন, প্রচার সম্পাদক মো. মাহতাপ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্বাববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা,এস এম দেলোয়ার হোসেন ,সভাপতি আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগ।অ্যাডভোকেট মোস্তফা বিলাল ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জর্জ কোর্ট খুলনা।সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মক্কা লাইব্রেরী স্বত্বাধিকারী সুলতান হোসাইন জনি,হারুন বিশ্বাস,মো.মাহমুদ হাসান খান,রেজাউল ইসলাম রুবেল প্রমুখ। প্রধান অতিথি মাহবুবুর রহমান মুন্না তার বক্তব্যে বলেন, ছাপা পত্রিকার কদর দিন দিন কমছে।অপরদিকে অনলাইন পত্রিকার কদর দিন দিন বাড়ছে। এবছর গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপে দেখা গেছে প্রায় ৬২ শতাংশ মানুষ অনলাইনে খবরের কাগজ পড়েন। বিশেষ করে তরুণরা সংবাদের জন্য নির্ভরশীল হয়ে উঠছেন অনলাইন বা সামাজিক মাধ্যমের ওপর। তিনি আরও বলেন, সাংবাদিকতা মহৎ একটি পেশা। তাই সব সময় সত্যকে তুলে ধরতে হবে। খেয়াল রাখতে হবে সত্যের সঙ্গে মিথ্যাকে যেন মেশানো না হয়। আমি আশা করব-‘সূর্যোদয় খুলনা ’ বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও দর্শকদের কাছে নিয়ে আসবে।